ইরাকের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরান

0

ডেস্ক রিপোর্ট: চলমান সহিংসতার মধ্যে ইরাকের সঙ্গে সীমানা বন্ধ করে দিয়েছে ইরান। পাশাপাশি ইরানের নাগরিকদের সেখানে ভ্রমণ এড়াতে অনুরোধও করেছে দেশটি। মঙ্গলবার ইরানের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, শক্তিশালী শিয়া ধর্মগুরু মোকতাদা আল-সদরের রাজনীতি ছেড়ে দেওয়ার পরে সহিংস বিক্ষোভের জন্ম হয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাগদাদে তুমুল সংঘর্ষে মঙ্গলবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩০। সদরের ঘোষণাটি তার অনুগতদের একটি সরকারি প্রাসাদে বিক্ষোভ করতে এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে প্ররোচিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লক্ষ লক্ষ ইরানিরা প্রতি বছর ইরাকি শহর কারবালায় আরবাইনের নবী মোহাম্মদের নাতি ইমাম হুসেনের জন্য ৪০ দিনের শোক পালন করতে ভ্রমণ করে থাকে। আরবাইনের সময়টা চলতি বছরের ১৬-১৭ সেপ্টেম্বর পড়ে। ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদির বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ‘নিরাপত্তার উদ্বেগের কারণে ইরাকের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানিদের ইরাকে ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।’ রাষ্ট্রীয় টিভি আরও বলেছে, ইরান ‘চলমান অস্থিরতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ ইরাকে সমস্ত ফ্লাইট বন্ধ করে দিয়েছে। বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রিয় টিভি বলেছে, ‘আমরা ইরাক ও বাগদাদ থেকে যারা বর্তমানে বিমানবন্দরে রয়েছে তাদের ফিরিয়ে আনার জন্য জরুরি ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছি। আমরা আশা করছি আজ তাদের সরিয়ে নিতে পারব।’

Share.