ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৮২

0

ডেস্ক রিপোর্ট:   ইরাকে মহামারি করোনাভাইরাসের চিকিৎসা দেয়া ইবনে আল-খাতিব হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। মর্মান্তিক ওই ঘটনায় আহত হয়েছে প্রায় শতাধিক মানুষ। জানা যায়, শনিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে রাজধানী বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ালা ব্রিজ এলাকার ওই হাসপাতালে। ওই পার্শ্ববর্তী একাধিক হাসপাতালের সূত্রের বরাতে আল জাজিরা জানায়, অক্সিজেন ট্যাংক বিস্ফোরিত হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শনিবার মাঝরাতের দিকে হাসপাতালটির আইসিইউতে ৩০ জন করোনা রোগী ও তাদের আত্মীয়স্বজন অবস্থান করছিলেন। ওই সময় সেখানে আগুন লেগে হাসপাতালটির বেশ কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। রাজধানীর নাগরিক সুরক্ষা সংস্থার বরাতে আল জাজিরা জানায়, ঘটনাস্থল থেকে ১২০ জন রোগী ও তাদের স্বজনদের মধ্য থেকে ৯০ জনকে উদ্ধার করা হয়েছে। বাগদাদের গভর্নর মোহাম্মদ জাবের তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরাক সরকারের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যা হয়েছে তা অপরাধ। এর বিচার হওয়া উচিত। এ ঘটনায় ইরাকের স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমিকে বরখাস্ত করে তাকে বিচারের আওতায় আনতে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধেমির প্রতিও আহ্বান জানায় কমিশন। এদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী কাধেমি।

Share.