ইরানের কারাগারে কোভিড নাইন্টিনে আক্রান্ত আলোচিত ‘ইনস্টাগ্রাম গার্ল’

0

ডেস্ক রিপোর্ট: কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন ইরানের আলোচিত ‘ইনস্টাগ্রাম গার্ল’ ফাতেমাহ খিশবন্দ। তবে তিনি সাহার তাবার নামে বেশি পরিচিত। মুখে একাধিকবার প্লাস্টিক সার্জারি করে এঞ্জেলিনা জোলির মতো চেহারা পাওয়ার চেষ্টা করে তিনি বিশ্বজুড়ে মানুষের মনোযোগ কেড়েছেন। আবার এ জন্য তিনি শিকার হয়েছেন রাষ্ট্রীয় আগ্রাসনেরও। হয়েছেন বন্দিও। এবার সেই বন্দীদশাতেই আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। গত অক্টোবর মাসে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ব্লাশফেমির অভিযোগ আনা হয়েছে। ১৮ বছর বয়সী এই তরুণীর আইনজীবি পায়েম দেরাফশান জানিয়েছেন, বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে তেহরানের সিনা হাসপাতালে ভর্তি আছেন তিনি। সেখানে তাকে ভেন্টিলেটর দিয়ে শ্বাস নিতে হচ্ছে। এ নিয়ে ইরানের মানবাধিকার কমিশনের কাছে একটি চিঠিও লিখেছেন পায়েম। তিনি তাবারের মুক্তির জন্য আদালতে আবেদন জানিয়েছেন। তবে আদালত এখনো কোনো রায় দেয় নি। গত মাসে ইরান সাময়িকভাবে ৮৫ হাজার বন্দিকে মুক্তি দেয়। এরমধ্যে রয়েছেন অনেক রাজনৈতিক বন্দিও। কারাগারে বন্দিদের মধ্যে যাতে এ ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেটিকে সামনে রেখেই এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। এখন পর্যন্ত ইরানে কোভিড নাইন্টিন রোগে মারা গেছেন ৫ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ৮২০০০।

Share.