ইরান থেকে এবার ৪০টি টারবাইন কিনছে রাশিয়া

0

ডেস্ক রিপোর্ট:  ড্রোন সরবরাহের অভিযোগে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে চাপে থাকার মধ্যেই এবার রাশিয়ায় ৪০টি টারবাইন রপ্তানি করতে যাচ্ছে ইরান। রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তির ভিত্তিতে এসব টারবাইন নির্মাণ ও সরবরাহ করা হবে। গ্যাস শিল্পে টারবাইনের ব্যাপক গুরুত্ব রয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে জার্মানির সঙ্গে নর্ড স্ট্রিম পাইপলাইন বন্ধের পর তুরস্কে গ্যাস সরবরাহের হাব করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। তুরস্কও বিষয়টিকে স্বাগত জানিয়েছে। এরমধ্যেই ইরান থেকে রাশিয়ার টারবাইন কেনার খবর এলো। ইরানের গ্যাস শিল্প উন্নয়ন ও প্রকৌশল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নুশাদি দেশটির গণমাধ্যমকে বলেছেন, বর্তমানে গ্যাস শিল্পের জন্য প্রয়োজনীয় ৮৫ শতাংশ সরঞ্জাম ও অবকাঠামো দেশেই নির্মাণ করা হচ্ছে। এই কর্মকর্তা আরও বলেছেন, ইরানের তৈরি টারবাইনের কর্মক্ষমতা একই ধরনের বিদেশি টারবাইনের চেয়ে বেশি। ইরানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের হাত ধরেই এই সাফল্য এসেছে। পশ্চিামাদের নিষেধাজ্ঞার মধ্যে ইরানের গ্যাস উৎপাদন দ্বিগুণ হয়েছে বলেও জানিয়েছেন রেজা নুশাদি। স্বাধীন নীতির অনুসারী দেশগুলোর বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা ও মানবাধিকারের দাবিদার দেশগুলো ইরানের উন্নয়ন-অগ্রগতি রুখে দিতে সব সময় তৎপরতা চালাচ্ছে। কিন্তু ইরানের তরুণ বিজ্ঞানীরা তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছে।

Share.