ডেস্ক রিপোর্ট: টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কাছে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার (৪ হাজার ৪০০ কোটি) মূল্যে মালিকানা বিক্রির প্রস্তাব অনুমোদন দিয়েছেন সামাজিক মাধ্যম টুইটারের বিনিয়োগকারীরা। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের সদর দপ্তর থেকে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মাস্কের কাছে মালিকানা বিক্রির চুক্তি অনুমোদন করেন টুইটারের অংশীদারেরা। বর্তমানে টুইটারের বাজারমূল্য ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। বিপরীতে ইলন মাস্ক প্রস্তাব দিয়েছেন ৪ হাজার ৪০০ কোটি ডলার। যা এক হাজার ২০০ কোটি ডলার বেশি। আগামী অক্টোবর মাসে ডেলাওয়ার অঙ্গরাজ্যের আদালতে টুইটার কর্তৃপক্ষ ও ইলন মাস্ক মুখোমুখি হবেন। ওই শুনানি চলাকালে বিচারপতি সিদ্ধান্ত নেবেন, ইলন মাস্ককে টুইটার কিনতে হবে কি না।
ইলন মাস্কের কাছে মালিকানা বিক্রিতে টুইটারের বিনিয়োগকারীদের সম্মতি
0
Share.