ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

0

ডেস্ক রিপোর্ট: ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি বলেছেন, দখলদার ইসরায়েল একটি শেকড়বিহীন বৃক্ষ। প্রয়োজনে এটিকে খুব দ্রুতই উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রোববার (২৩ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নানা অর্জন তুলে ধরে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।পাল্টা জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরাক ও সিরিয়ার পর এবার হামাসকে সমর্থন দিয়ে ইরান সন্ত্রাসের ‘মদদদাতা’ হিসেবে নিজেদের প্রমাণ করেছে। একইসঙ্গে তেহরানসহ অন্যান্য প্রতিপক্ষকে শক্ত হাতে দমনেরও হুমকি দেন তিনি।ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে ‘গাজা’ নামে নতুন একটি ড্রোনের উদ্বোধন করেছে ইরান। শুক্রবার (২১ মে) ইরানের নিজম্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এই ড্রোন উদ্বোধন করা হয়।উদ্বোধন অনুষ্ঠানে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের প্রধান জেনারেল হোসাইন সালামি জানান, নতুন এই ড্রোনটি শত্রুর চোখ ফাঁকি দিয়ে গোপন ছবি তুলতে সক্ষম। সেই সঙ্গে প্রতিপক্ষের স্থাপনায় নিখুঁতভাবে হামলা চালাতেও পারবে ড্রোনটি।তিনি আরও বলেন, আমরা ইসরাইলিদের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সম্মান জানাতেই ড্রোনটির নাম ‘গাজা’ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।ইসরায়েলের সঙ্গে বাকযুদ্ধের মধ্যেই পরমাণু ইস্যুতে নতুন পদক্ষেপ নিয়েছে ইরান। নিজেদের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক সংস্থা- আইএইএ’র যে ক্যামেরাগুলো রয়েছে, সেগুলো দিয়ে আর কোনো ভিডিও কিংবা স্থিরচিত্র সরবরাহ করা হবে না বলে জানিয়েছে তারা।

Share.