ইসরায়েল-হামাস সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

0

ডেস্ক রিপোর্ট: হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রভাবে ঊর্ধ্বমুখী জ্বালানির বাজার। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, রোববার দিনের শেষ থেকে সোমবার পর্যন্ত প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৮৬ দশমিক ৬৫ ডলারে এবং প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড বিক্রি হয়েছে ৮৮ দশমিক ৩৯ ডলারে। বিশ্লেষকরা বলছেন, চলমান সংঘাতে সৌদির জড়িয়ে পড়ার শঙ্কা না থাকলেও সেটা উড়িয়ে দেয়ার মতো নয়। তবে এই সংঘর্ষে যদি সৌদি আরব জড়িয়ে যায় তাহলে বিশ্ব বাজারে জ্বালানির দামে অস্থিরতা সৃষ্টি হতে পারে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জ্বালানির বাজারে অস্থিরতার সাক্ষী বিশ্ব। সেসময়ে রাশিয়া ও সৌদি আরব কয়েক দফা তেলের উৎপাদন কমানোয় সরবরাহ কমে যায়। যা ইতোমধ্যে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাব ফেলেছে। বিবিসি জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় সেখানে ৫০০ জনের বেশি মানুষ মারা গিয়েছে। যদিও ফিলিস্তিনের দাবি, ইসরায়েলের হামলায় তাদের ৪৫০ জনের বেশি নাগরিক নিহত হয়েছে।

Share.