ইসলামী আইনে ধর্ষকের শাস্তি চান চরমোনাই পীর

0

ঢাকা অফিসঃ ইসলামী শরিয়তের বিধান মতে ধর্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শাস্তি দাবি করেন। মুফতি রেজাউল করীম নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে সংঘটিত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশব্যাপী নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। নারীদের ইজ্জতের নিরাপত্তা নেই। নারীদের ইজ্জত-আব্রুর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগ অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। এর সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। চরমোনাই পীর মনে করেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে আল্লাহ ও তাঁর রাসুলের দেওয়া আইনের বিকল্প নেই। ইসলামী আইনানুযায়ী ধর্ষকের শাস্তি হলে সমাজে ধর্ষণের পথ বন্ধ হবে।

Share.