ইয়াবাসহ নোয়াখালীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

0

বাংলাদেশ থেকে নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে চৌমুহনী বাজারের জামান প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাইফুল ইসলাম মঞ্জু হৃদয় ও শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের মোজাম্মেল হোসেন। পুলিশ জানায়, গোপন সংবাদে রাতে চৌমুহনী বাজারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে বাজারের জামান প্লাজার সামনের সড়কে মাদক বিক্রির সময় হৃদয় ও মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জেলা ডিবি পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ব্যবসা করে আসছিলেন। গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে চৌমুহনী বাজারের জামান প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাইফুল ইসলাম মঞ্জু হৃদয় ও শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের মোজাম্মেল হোসেন। পুলিশ জানায়, গোপন সংবাদে রাতে চৌমুহনী বাজারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে বাজারের জামান প্লাজার সামনের সড়কে মাদক বিক্রির সময় হৃদয় ও মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জেলা ডিবি পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ব্যবসা করে আসছিলেন। গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Share.