সোমবার, জানুয়ারী ২৭

উত্ত্যক্তের অভিযোগে সহপাঠীকে চড়-থাপ্পড় মারলেন ছাত্রীরা

0

ঢাকা অফিস: রাজশাহীর নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উত্ত্যক্তের অভিযোগে সহপাঠীকে চড়-থাপ্পড় মেরেছেন কলেজ ছাত্রীরা। এই ঘটনার পর মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এতে কলেজ ড্রেস পড়া এক ছাত্রকে তিন ছাত্রী মিলে চড়-থাপ্পর মারছে দেখা যায়। জানা গেছে, বৃহস্পতিবার নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের ছাত্রীরা টেস্ট পরীক্ষা দিয়ে বের হয়ে অভিযুক্ত যোবায়েরের ওপর চড়াও হন। এক পর্যায়ে কয়েকজন ছাত্রী মিলে তাকে মারধর করে। এ ঘটনার ভিডিও করেন একই বিভাগের এক শিক্ষার্থী। সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে ভাইরাল হয়ে যায়। উত্ত্যক্তের শিকার ছাত্রীর বান্ধবীরা জানান, যোবায়ের বেশ কিছুদিন ধরেই তাদের এক বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজী না হওয়ায় তাকে উত্ত্যক্ত করা শুরু করে যোবায়ের। পরে ওই ছাত্রী বান্ধবীদের বিষয়টি জানান। এ ব্যাপারে কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র যোবায়ের আহমদে এই প্রসঙ্গে বলেন, ‘ইসলামের ইতিহাস পরীক্ষা চলছিল। এসময় প্রশ্নপত্রের ‘ক’ নম্বর প্রশ্নের উত্তর পেরেছে কিনা জিজ্ঞাসা করার জন্য গায়ে হাত দিয়ে ডেকেছিলাম। তাই কয়েকজন ছেলেকে নিয়ে সে আমাকে মারধর করেছে।’ উত্যক্তের বিষয়টি তিনি এড়িয়ে যান।  বিষয়টি খতিয়ে দেখতে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদের উভয় পক্ষকে শনিবার (৩০ নভেম্বর) তার কার্যালয়ে ডেকেছেন। তিনি বলেন, ভিডিওটি দেখার পর আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই ছাত্র তার এক সহপাঠীকে উত্ত্যক্ত করছে। এ ধরনের অপকর্মে জড়িত থাকলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে এভাবে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া উচিত হয়নি। সবাইকে শনিবার অফিসে ডাকা হয়েছে। কলেজের যৌন নির্যাতন বিরোধী কমিটি রয়েছে। অভিযোগ বাক্সও রয়েছে। সহপাঠীদের মধ্যে অনেক ব্যাপার থাকে। ছেলেটাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এটা করা হয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে।

Share.