উপ-নির্বাচন বন্ধের প্রতিবাদে গাইবান্ধায় আ.লীগের বিক্ষোভ

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা প্রতিনিধি: গোপন কক্ষে একাধিক ব্যক্তির প্রবেশসহ ব্যাপক অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন বন্ধের প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বুধবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সাঘাটা উপজেলার সাঘাটা-বোনারপাড়া সড়কের চৌমাথা মোড়ে অবস্থান নেন নেতা-কর্মীরা। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনারের শাস্তি চেয়ে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করতে থাকেন। পরে মিছিলটি সাঘাটা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ এর নেতৃত্বে ফুলছড়ি উপজেলা হেড কোয়ার্টার চত্বরের প্রধান গেট বন্ধ করে চলতে থাকে বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের কয়েকশত নেতা কর্মীরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ স¤পাদক গোলাম শহীদ রঞ্জু, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, যখন দেখা যাচ্ছে এই নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হতে চলছে তখনই এই প্রধান নির্বাচন কমিশনার বিএনপি, জাতীয়পার্টির এজেন্ডা হিসেবে কাজ করে এই নির্বাচন স্থগিত করেছে। এই নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচার চাই। এর আগে দুপুরে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচন বন্ধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।তিনি বলেন, নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হলো।

Share.