বুধবার, জানুয়ারী ২২

উর্বশীর গাউনের দাম দিয়ে কেনা যাবে ৪০টি বিলাসবহুল গাড়ি!

0

বিনোদন ডেস্ক: নিজের ফ্যাশন স্টেটমেন্ট এবং বিলাসবহুল জীবনযাত্রার কারণে বরাবরই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নেটমাধ্যমে একটি গাউনের ছবি শেয়ার করেছেন নায়িকা। যা দেখে রীতিমতো চোখ ধাঁধিয়েছে সবার। ‘আরব ফ্য়াশন উইকে’ ওই গাউন পরেই শো স্টপার হিসেবে হাজির হয়েছিলেন বলিউড সুন্দরী। উর্বশী রাউতেলা প্রথম ভারতীয়, যিনি দুইবার আরব ফ্যাশন উইকে যোগদান করেছেন। তবে এই ফ্যাশন আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছে উর্বশীর গাউন। মণিমুক্তাখচিত বিশেষ এই গাউনের দাম শুনলে যে কারও চোখ কপালে উঠবে। গাউনটি মহারানি ‘ক্লিওপেট্রা’ দ্বারা অনুপ্রাণিত। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশেষভাবে তৈরি ওই গাউনের মূল্য ভারতীয় মুদ্রায় ৪০ কোটি টাকা! অর্থাৎ বাংলাদেশি টাকায় অংকটা আরও বেশি হওয়ার কথা। যা দিয়ে কেনা যাবে ৪০টি এক কোটি বা তার বেশি মূল্যের গাড়ি। গাউনের সঙ্গে মিলিয়ে নায়িকা মাথায় পরেছিলেন বিশেষ ধরনের অলংকারে। গাউন আর অলংকারের ডিজাইন করেছেন ফার্নে ওয়ান আমানতো। বিশ্বখ্যাত এই ডিজাইনার তার তৈরি বিশেষ গাউনের নাম রেখেছেন ‘ক্লিওপেট্রা রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড আউটফিট’। বিয়ন্সে ও জেনিফার লোপেজের মতো আরও অনেক হলিউড তারকার পোশাক ডিজাইন করেছেন আমানতো। আপাতত নেটমাধ্যমে চর্চায় উর্বশীর সেই গাউন।

 

Share.