এক দফা দাবি আদায়ে ফেব্রুয়ারিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

0

ঢাকা অফিস: এক দফা দাবি আদায়ে বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা চলতি ফেব্রুয়ারির কর্মসূচি ঘোষণা করেছেন। আসন্ন ঈদের আগেই সরকার হটানোর অ্যাকশনে যেতে পারে দলটি। কর্মসূচি অনুযায়ী, আগামী ১৩, ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশীদের স্মরণে বাদজুম্মা দেশের সকল মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা। আগামী ১৭ তারিখ শনিবার সকল জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ। ১৮ এবং ১৯ তারিখ রবি ও সোমবার দেশের সকল উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। রোববার (১১ ফেব্রুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, একদফা দাবি আদায়ে শিগগিরই কর্মসূচি দেয়া হবে। সরকারের পতন নিশ্চিত করে বিজয়ের পথে ধাবিত হচ্ছেন তারা। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, কারাগারে নিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। মুক্তিপণ আদায়ের ন্যায়ে নির্বাচনে নিতেই বিএনপি নেতাদের জেলে নেয়া হয়েছে। শুধু বিএনপির ওপর হামলা-মামলা করে ক্ষমতাসীনরা ক্ষান্ত হয়নি, এখন ভাগ-বাঁটোয়ারা নিয়ে আওয়ামী লীগ অভ্যন্তরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এছাড়া বিভিন্ন ধর্ষণের মতো অপরাধ ঘটছে।

Share.