এক যুগ পর একসঙ্গে রণবীর-বিপাশা

0

বিনোদন ডেস্ক:  দীর্ঘ ১২ বছর পর আবার একসঙ্গে কাজ করলে বলিউডের দুই তারকা রণবীর কাপুর ও বিপাশা বসু। ২০০৮ সালে তাদের দেখা গিয়েছিল ‘বাচনা অ্যায় হাসিনো’ ছবিতে। শোনা গিয়েছিল প্রেমের গুঞ্জনও।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে গুঞ্জন হাওয়ায় মিলিয়ে গেছে। এরপর তারা একসঙ্গে আর কোনো ছবিতে অভিনয়ও করেননি। ১২ বছর পরে আবার দেখা তাদের। একসঙ্গে একটি বিজ্ঞাপন শ্যুট করেছেন রণবীর এবং বিপাশা।এর পরেই অনুরাগীমহলে ঘুরপাক খাচ্ছে একটিই প্রশ্ন, ‘আবার বড় পর্দায় ফিরতে চলেছেন বিপাশা?’ টুইটারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন, ছবির বিষয়বস্তু ভালো হলেই বড় পর্দায় অভিনয় করবেন তিনি।একদিকে যেমন বিপাশার ‘কামব্যাক’ নিয়ে প্রশ্ন, অন্যদিকে উচ্ছ্বাস। এতদিন পর রণবীর এবং বিপাশাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

Share.