কাতারে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকা

0

ডেস্ক রিপোর্ট: আসন্ন ২০২২ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৭৫ ডলার ( ২৩ হাজার টাকার বেশি) কার্যকর করতে শুরু করেছে কাতার। এছাড়া শ্রমিকদের ওপর আরোপিত শর্ত শিথিলসহ কঠোর তদারকি বন্ধেও উদ্যোগ নিয়েছে দেশটি।আগামী ৩০ আগস্ট থেকে সকল নতুন কর্মসংস্থান চুক্তির ক্ষেত্রে সর্বনিম্ন মজুরি ২৭৫ ডলার বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয় বিদ্যমান কর্মসংস্থান চুক্তির জন্যও এটি বাধ্যতামূলক করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।এই নিয়মের আওতায় গৃহকর্মী থেকে শুরু করে সকল শ্রমিককে এক মাস ফুল টাইম কাজের জন্য কমপক্ষে ১০০০ রিয়াল মজুরি দিতে হবে। অর্থাৎ প্রতি ঘণ্টায় ১ দশমিক ৩০ ডলার।এর পাশাপাশি নিয়োগকারীকে থাকা-খাওয়ার ব্যবস্থাও করতে হবে। নতুবা শ্রমিকপ্রতি খাদ্য এবং আবাসন বাবদ অতিরিক্ত ৮০০ রিয়াল ভাতা সরবরাহ করতে হবে।এর আগে অস্থায়ীভাবে মাসপ্রতি ৭৫০ রিয়াল (২০৬ ডলার) ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল।রাষ্ট্র পরিচালিত কাতার নিউজ এজেন্সি জানায়, দেশটির শ্রম মন্ত্রণালয় শনিবার থেকে সমস্ত শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কার্যকর করার ঘোষণা দিয়েছে।শ্রমিকদের জন্য নেওয়া এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়ে দেবে বলে আশা করছে দেশটি।আন্তর্জাতিক শ্রম সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই নিয়মের ফলে দেশটির ৪ লক্ষাধিক শ্রমিক সরাসরি উপকৃত হবেন।২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের ভার কাতারের ওপর পড়ার পর থেকেই কাতার তাদের শ্রমনীতিতে একাধিক সংস্কার এনেছে।

Share.