এজেন্ট বের করে দেয়ার অভিযোগে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

0

ঢাকা অফিস:  ভোট কেন্দ্র থেকে নির্বাচনী এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জন করেছেন চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার বিএনপির প্রার্থী হাবিবুর রহমান।আজ শনিবার দুপুরে দর্শনা পুরাতন বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সকাল থেকে ভোট কেন্দ্রগুলো থেকে পোলিং এজেন্টসহ প্রধান নির্বাচনী এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। তাই ওই নির্বাচন বর্জন করেছেন তিনি।বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, গেলো ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর আমার কর্মী সমর্থকরা বিধি মোতাবেক পৌরসভার সবগুলো ওয়ার্ডে ব্যানার ও পোস্টার ঝুলান। কিন্তু ১২ জানুয়ারি সরকারদলীয় লোকজন আমার সকল ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেন।এছাড়া নির্বাচনী প্রচারণা শুরু থেকে বিভিন্ন মহল্লায় সরকারদলীয় লোকজন আমার নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করেন। বিষয়টি আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা রিটার্নিং অফিসারের কাছে একাধিকবার অভিযোগ করেছি। তারপরও সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আমি আমার সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে গিয়েছি।গত ২৮ তারিখের সন্ধ্যার পর হতে রাত বারোটা পর্যন্ত সরকারদলীয় লোকজন হ্যান্ড মাইক নিয়ে দর্শনা পৌর এলাকার সকল ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নির্দেশ প্রদান করে এবং আমার নির্বাচনী এজেন্টসহ কর্মী সমর্থকদের বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে।আজ নির্বাচনের দিন সকাল হতে পৌর এলাকার সকল ভোট কেন্দ্রে আমার কোনও পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যে সেন্টারে পোলিং এজেন্ট গিয়েছে, তাকেই গলাধাক্কা দিয়ে খুন জখমের হুমকি দেখিয়ে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে।সরকার দলীয় লোকজন ভোট কেন্দ্রে প্রবেশ করার পর সকল বুথ দখল করে নির্দ্বিধায় তাদের মনোনীত প্রার্থীর মার্কায় সিল মারছে। যেহেতু এই নির্বাচনে সাধারণ জনগণের মতের প্রতিফলন ঘটনো সম্ভবনা নেই তাই ভোট বর্জন করলাম।তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মতিয়ার রহমান বলেন, কেউ কারও এজেন্ট বের করে দেয়নি। বিএনপির প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন।এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি।

Share.