এটা তো কেবল শুরু; আরো বড় কিছুর স্বপ্ন দেখি: সাকিব

0

স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান প্রতিষ্ঠা করেছেন ‘দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশন’। করোনা ভাইরাস মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারা। নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ওয়েবসাইটের উদ্বোধন উপলক্ষে গতকাল শুক্রবার (১৭ই এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে ফেসবুক লাইভে এসেছিলেন সাকিব। সেখানে তিনি জানালেন, ফাউন্ডেশন নিয়ে তিনি অনেক বড় স্বপ্ন দেখেন। প্রতিষ্ঠা করতে চান হাসপাতাল, স্কুল, কলেজ এবং ক্রিকেট একাডেমি। সাকিবের ইচ্ছা ছিল সবরকম প্রস্তুতি নিয়ে ফাউন্ডেশন চালু করার। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পূর্বপরিকল্পিত ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেন দ্রুত। ফেসবুক লাইভে নিজের ফাউন্ডেশন নিয়ে কথা বলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরিস্থিতিকে উদাহরণ হিসেবে দিয়ে দেশের মানুষকে সচেতনতামূলক বার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে বসে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেখা গেছে তাকে। বারবার তিনি সুবিধাবঞ্চিত মানুষদের কথা বলছিলেন। আর সবাইকে নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে আহবান জানান সাকিব। ফেসবুক লাইভে এক ভক্তের প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘এটা কেবল শুরু। আসলে অনেক বড় কিছু করার লক্ষ্য নিয়ে ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি। আসলে ভালো একটা প্রস্তুতি নিয়ে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করার ইচ্ছা ছিল। পরিস্থিতির কারণে এর কার্যক্রম আগেই শুরু করতে হয়েছে। ইচ্ছা আছে, হাসপাতাল, স্কুল, কলেজ প্রতিষ্ঠা করার। আমি যেহেতু ক্রিকেটের মানুষ; ক্রিকেট একডেমি করার পরিকল্পনা রয়েছে। ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য আসলে এগুলোই। আশা করছি সবার দোয়া ও সহযোগিতায় একদিন আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারব।’

Share.