এন্টিজেন-এন্টিবডি টেস্টের নীতিগত অনুমোদন মিলেছে

0

ঢাকা রিপোর্ট: পিসিআর টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা কম হওয়ায় এন্টিজেন ও এন্টিবডি টেস্টের নীতিগত অনুমোদন দিয়েছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির সভাপতি ডা. মো. শহীদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায়, কোভিড নাইন্টিনের প্রতিষেধক দ্রুত সংগ্রহ ও বিতরণের জন্যও বেশ কয়েকটি পরামর্শ দেন।গোটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের নজরও করোনার প্রতিষেধকের দিকে। ভ্যাকসিন কেনার জন্য দেশগুলোর মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। তবে এই প্রতিযোগিতায় পড়ে বাংলাদেশের কাছ থেকে যাতে ভ্যাকসিন হাত ছাড়া না হয় সে লক্ষে আগাম টাকা জমা দিয়ে ভ্যাকসিন বুকিং দেয়ার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ভ্যাকসিন হাতে পাওয়ার পর প্রাতিষ্ঠানিকভাবে তা বিতরণ ও পরবর্তী সময়ে ভ্যাকসিনের বিরূপ প্রতিক্রিয়ার তদারকি ব্যবস্থার পরামর্শও দেন কমিটির চেয়ারম্যান ডা. মো. শহীদুল্লা। দেশে পিসিআর টেস্টের মাধ্যমে যে পরিমাণ কোভিড নাইন্টিন পরীক্ষা করা হয় তা একেবারেই নগণ্য উল্লেখ করে এন্টিজেন ও এন্টিবডি টেস্টের পরামর্শ দেয়া হয়। বিশেষায়িত হাসপাতালগুলোতে এন্টিজেন টেস্টের পাশাপাশি এন্টিজেন টেস্ট কিট যাচাইকরণ প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। এছাড়া নমুনা সংগ্রহ ও পরীক্ষার মান বাড়ানোরও তাগিদ দেয় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।এছাড়া, প্রতিরোধে সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের পরামর্শ দেয় দেশের প্রথম সারির চিকিৎসাবিজ্ঞানী, জনস্বাস্থ্যবিদ, রোগতত্ত্ববিদ ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

Share.