এবার ইমরানের পিটিআই দলের অন্যতম নেতা শাহ কুরেশি গ্রেপ্তার

0

ডেস্ক রিপোর্ট: এবার পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে কুরেশিকে গ্রেপ্তার করে ইসলামাবাদ পুলিশ। পুলিশ সূত্র জানায়, তাঁকে জনশৃঙ্খলা রক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলেই কুরেশিকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু তারা ব্যর্থ হয়। তবে আজ ভোরে তাঁকে তাঁর ইসলামাবাদের বাসা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। গত মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। ইমরান খানকে গ্রেপ্তারের পর উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। পিটিআইয়ের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ডন জানায়, ইমরান খানের পর তাঁর দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর, ভাইস চেয়ারম্যান ফাওয়াদ চৌধুরী। এখন গ্রেপ্তার হলেন কুরেশি। পুলিশ সূত্র বলেছে, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় দাঙ্গা-অগ্নিসংযোগের মামলায় কুরেশিকে ধরার জন্য খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকালও রাস্তায় নামেন তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী–সমর্থকেরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। গ্রেপ্তারের আগে কুরেশি পিটিআইয়ের নেতা-কর্মীদের দেশের প্রকৃত স্বাধীনতার জন্য তাঁদের সংগ্রাম চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন।

Share.