এবার করোনায় ইবনে সিনার চিকিৎসকের মৃত্যু

0

ঢাকা অফিস: এবার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. আবুল মুকারিম (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সিএমএইচ হাসপাতালের করোনা ইউনিটে তিনি মারা যান। আজ বুধবার সকালে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শাহ ফুরকান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।শাহ ফুরকান বলেন, ‘প্রফেসর ডা. আবুল মুকারিম ১০ দিন আগে থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। একসময় তাঁর নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। এর পর থেকে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’শাহ ফুরকান বলেন, ‘আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সিএমএইচে নেওয়া হয়। গতকাল রাত ১১টার দিকে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে পুরো ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল শোকাহত।’

Share.