এমবাপ্পে ইস্যুতে পচেত্তিনোর মতামত নিয়ে বিভ্রান্তি

0

স্পোর্টস রিপোর্ট:  কিলিয়ান এমবাপ্পেকে সঙ্গে নিয়ে পিএসজিতেই থাকছেন কোচ মাউরিসিও পচেত্তিনো- একদিন আগে এমন তথ্যই প্রকাশ করে আসছিলো ফরাসি গণমাধ্যমগুলো। কিন্তু সেটা পুরোপুরি সথ্য নয় বলে দাবি করছেন আর্জেন্টাইন কোচ। এমবাপ্পে পিএসজিতেই থাকছেন, এমনটা বলেননি বলে দাবি করছেন পচেত্তিনো। চলতি মৌসুমেই পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তিনি চাইলেই যোগ দিতে পারেন যে কোনো ক্লাবে। গত ১ জানুয়ারি থেকেই নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে বাধা নেই তার। শৈশবের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে তার যোগ দেওয়ার গুঞ্জন অনেক দিনের। তবে সেটি এখনও বাস্তব ভিত্তি পায়নি। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ার কারণে খোদ পচেত্তিনোরই নাকি চাকরি চলে যাচ্ছে। ইউরোপীয় সংবাদমাধ্যম গুলোতে এমন খবর প্রকাশ পাচ্ছে। ঘরোয়া লিগে সাফল্য এনে দিতে পারলেও চ্যাম্পিয়নস লিগে ধারাবাহিক ব্যর্থতার কারণে পিএসজি নাকি খুব দ্রুতই পচেত্তিনোকে বরখাস্ত করতে যাচ্ছে। তবে তাকে এবং এমবাপ্পে নিয়ে সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পিএসজির আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। সম্প্রতি সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে নিজের পিএসজিতে থাকা এবং ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ক্লাবের নতুন চুক্তি নিয়ে কথা বলেছেন। গতকাল পর্যন্ত এমন তথ্যই উঠে এসেছিলো গণমাধ্যমগুলোতে। কিন্তু একদিন পরেই শোনা যাচ্ছে ভিন্ন কথা। শুক্রবার রাতে এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে আলোচিত মন্ত্যবের ব্যাপারে ৫০ বছর বয়সী এই কোচের বলেন ,‘(পরের মৌসুমে এমবাপে পিএসজিতে থাকবে) আমি এমনটা বলিনি। আমি এমন বার্তা দেইনি। আমি বর্তমানের বিষয়ে কথা দিয়েছি, পরের মৌসুমের জন্য নয়। সবার আগে সেদিনের প্রশ্ন ও উত্তরটা সঠিকভাবে শুনতে হবে। আমার বার্তা ভুল বুঝে শিরোনাম করা উচিত নয়।’

 

Share.