এশিয়া কাপের আগে করোনায় আক্রান্ত ভারতীয় কোচ দ্রাবিড়

0

স্পোর্টস রিপোর্ট: এ মাসেই শুরু হতে যাচ্ছে উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বে লড়াই। কিন্তু এশিয়া কাপ শুরুর আগে দুঃসংবাদই পেল ভারতীয় ক্রিকেট দল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। ফলে নেগেটিভ না হওয়া পর্যন্ত দলের সঙ্গে আরব আমিরাতে যেতে পারছেন না তিনি। এশিয়া কাপ খেলার উদ্দেশে দেশ ছাড়া আগে রুটিন অনুযায়ী করোনা টেস্ট করানো হয়। সেখানেই করোনা পজেটিভ আসে দলীয় হেড কোচ রাহুল দ্রাবিড়ের। শুরুতে হালকা উপসর্গ ছিলো তার। পরে তা কমেও যায়। দু’দিনের মধ্যে আবারও করোনা পরীক্ষা করা হবে দ্রাবিড়ের। এক বিবৃতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলেছে, ‘এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার আগে পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ভারতের প্রধান কোচ দ্রাবিড়। তাকে আইসোলশেন পাঠানো হয়েছে। তার হালকা উপসর্গ আছে। আগামী কয়েক দিন বিসিসিআই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন দ্রাবিড়। পরের পরীক্ষায় করোনা নেগেটিভ হলেই দলের সাথে যোগ দিবেন তিনি।’

উল্লেখ্য, ২৭ তারিখে পর্দা উঠছে এশিয়া কাপের এবারের আসরের। একদিন পরেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মা বাহিনী।

Share.