ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

0

ঢাকা অফিস: ঢাকা সফর স্থগিত করেছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বাহা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিন দিনের সফরে শনিবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় আসার কথা ছিল তার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। সে কারণে আজ তিনি ঢাকা সফরে আসতে পারছেন না। সূচি অনুসারে, সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা ছিল ওআইসি মহাসচিবের। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গেও বৈঠকের কথা ছিল তার। ২০২১ সালে ওআইসির ১২তম মহাসচিব হিসেবে দায়িত্ব পান হুসেইন ইব্রাহিত ত্বাহা। ১৯৫১ সালে আফ্রিকার দেশ চাদের অ্যাবেচেতে জন্মগ্রহণ করেন তিনি। তাহা ফ্রান্সের রাজধানী প্যারিসে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিভিলাইজেশন থেকে গ্রাজুয়েশন করেন। ১৯৭৯ সালে তিনি চাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। দেশটির অর্থ বিভাগ এবং আন্তর্জাতিক সম্পর্ক অধিদপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সৌদি আরবের চাদ দূতাবাসের আন্ডার সেক্রেটারি ও তাইওয়ানে চাদের রাষ্ট্রদূত নিযুক্ত হন তাহা। ২০১৭ সাল পর্যন্ত ফ্রান্স, স্পেন, পর্তুগাল, গ্রিস এবং ভ্যাটিকানে চাদের রাষ্ট্রদূত হিসেবে কূটনৈতিক দায়িত্ব পালন করেন।

Share.