ঢাকা অফিস: ঢাকার চারপাশের নৌ পথে ওয়াটার বাস সার্ভিস চালু করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সদরঘাট ও বুড়িগঙ্গা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সদরঘাট এলাকায় খেয়া পারাপারে দুর্ঘটনা রোধে পরীক্ষামূলকভাবে যে ওয়াটার বাস চালু করা হয়েছে তাতে সফলতা মিলেছে বলেও জানান প্রতিমন্ত্রী। তাই সদরঘাটের এপার থেকে ওপার পারাপারের জন্য ওয়াটার বাস স্থায়ী করতে এর সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানান তিনি।এছাড়া বিআইডব্লিউটিএ-এর আলোচিত কর্মকর্তা ঢাকা নদী বন্দরের প্রধান এ কে এম আরিফ উদ্দিনকে কোনো প্রভাবশালী দখলদারদের চাপে নয় বরং দফতরের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে বদলি করা হয়েছে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী।
ওয়াটার বাস সার্ভিসে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান
0
Share.