ট্রাম্পের হার মানতে না চাওয়া ‘বিব্রতকর’: বাইডেন

0

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মানতে না চাওয়া ‘বিব্রতকর’। গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এখনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। তবে মার্কিন গণমাধ্যমগুলো জো বাইডেনকে জয়ী ঘোষণা করেছে। জয়ী হওয়ার পর বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন বাইডেন। আর ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়া কেউ থামাতে পারবে না বলেও জোর দিয়ে বলেছেন তিনি। তবে ট্রাম্প করে বলেছেন যে, শেষ পর্যন্ত তিনিই জয়ী হবেন। যদিও সব বড় বড় গণমাধ্যমের পূর্বাভাসে বলা হয়েছে যে, তিনি পরাজিত হবেন। চার বছর অন্তর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গণমাধ্যমগুলো জয়ী কে হবেন সেটির পূর্বাভাস দিয়ে থাকে। এদিকে কোনও রাজ্যই নির্বাচনের ফলাফল সার্টিফাই করেনি। কয়েকটি রাজ্যে এখনও ভোট গণনা চলছে। আগামী ১৪ ডিসেম্বর মার্কিন ইলেকটোরাল কলেজরা একত্রিত হলে নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে। এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান যে, ট্রাম্প পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন, এ ব্যাপারে তার মত কি? জবাবে বাইডেন বলেন, আমি মনে করি এটা বিব্রতকর। আমি যদি কৌশলীভাবে বলি, তাহলে এটা প্রেসিডেন্টের লিগ্যাসির জন্য সহায়ক না।

Share.