বাংলাদেশ থেকে সিলেট প্রতিনিধি: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার দিব্য শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। গ্রেপ্তারকৃত দিব্যর সঙ্গে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও নাঈম আহমদ জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগতভাবে দিব্যকে চেনেন না। দিব্য ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। এ ছাড়া এই ঘটনায় গ্রেপ্তার দুজনের মধ্যে সাঈদ হাসান রাব্বি মহানগর ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। গত সোমবার সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দুই ছাত্রের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মেডিকেলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওই রাতে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। এতে মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে ধর্মঘটের ডাক দেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে গত সোমবার রাতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা এসব ঘটনায় মেডিকেল কলেজ প্রশাসন ও হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে সিলেট কোতোয়ালি থানায় পৃথক মামলা করা হয়।
ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
0
Share.