মিয়ানমারে এক বছরে ১৮ হাজারের বেশি সেনা নিহতের দাবি এনইউজির

0

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারে গত এক বছরে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ১৮ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। এনইউজির প্রতিরক্ষামন্ত্রী জানান, গত বছরের ১ জুন থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিদ্রোহীদের সঙ্গে সেনাদের ৫ হাজার ৩৩৭টি সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে ১৮ হাজার ১১৬ জন সেনা প্রাণ হারিয়েছেন। আর ৬ হাজার ১২৮ সেনা আহত হয়েছেন। বিপরীতে সেনাবাহিনীর পাল্টা হামলায় ২ হাজার ৯০৮ জন বিদ্রোহী প্রাণ হারিয়েছে। আর আহত হয়েছে ১ হাজার ৯১১ জন। ইরাবদ্দী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে তাদের পক্ষে স্বাধীনভাবে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলেও প্রতিবেদনে বলা হয়। গত ১ আগস্ট জান্তা সরকারের প্রধান স্বীকার করেন যে, ১৮ মাসের বেশি সময় পার হওয়ার পরেও পুরো দেশের নিয়ন্ত্রণ নিতে তারা ব্যর্থ হয়েছেন। নোবেল বিজয়ী অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে পিপলস ডিফেন্স ফোর্সে (পিডিএফ) সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর লড়াই চলছে। পিডিএফ হলো অভ্যুত্থানের পর সাবেক সংসদ সদস্যদের নিয়ে গড়া মিয়ানমারের নির্বাসিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) সশস্ত্র শাখা। মিয়ানমারের সামরিক সরকার এনইউজি ও পিডিএফকে অবৈধ ঘোষণা করেছে এবং তাদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে।

Share.