ওয়েলিংটন আর্চে পৌঁছেছে রানির শবমিছিল

0

ডেস্ক রিপোর্ট: ওয়েস্টমিনস্টার অ্যাবের গির্জায় প্রার্থনা অনুষ্ঠান শেষে ৪৫ মিনিট যাত্রা করে ওয়েলিংটন আর্চে পৌঁছেছে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শবমিছিল। ওয়েস্টমিনস্টার হল থেকে রানির শবমিছিল ওয়েস্টমিনস্টার অ্যাবের ওয়েস্ট গেট দিয়ে ত্রয়োদশ শতকে তৈরি ওয়েস্টমিনস্টার গির্জায় প্রবেশ করেছিল। রানির শবমিছিল প্রবেশের সময় গির্জায় উপস্থিত দুই হাজার প্রার্থনাকারী উঠে দাঁড়িয়ে রানিকে সম্মান জানান। ওয়েস্টমিনস্টারের ডিন ডেভিড হোয়েলের নেতৃত্বে রানির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। গির্জায় রানির আত্মার শান্তি কামনা করে কমনওয়েলথের মহাপরিচালক ব্যারোনেস স্কটল্যান্ড প্রথমে বাইবেলের একটি অংশ পাঠ করেন। এরপর বিশেষভাবে রানির অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানের জন্য জুডিথ ওয়্যারের লেখা একটি গান বাজানো হয়। এর আগে বাইবেলের একটি অংশ পাঠ করে রানির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ১৯৫৩ সালের রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠানের যে গানটি গাওয়া হয়েছিল তার শেষযাত্রাও সেই গানটি গাওয়া হয়। জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে গির্জায় প্রার্থনার আনুষ্ঠানিকতা শেষ হয়।

Share.