কংগ্রেস ছেড়ে শিবসেনায় ঊর্মিলা মাতন্ডকর

0

বিনোদন ডেস্ক: ভারতীয় অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরকে মহারাষ্ট্র বিধান পরিষদের সদস্য হিসেবে মনোনীত করলো শিবসেনা। দলটির মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘ঊর্মিলার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্র বিধান পরিষদে শিবসেনার মনোনীত প্রার্থী হতে রাজি হয়েছেন ঊর্মিলা।’ ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২০১৯-এর লোকসভা নির্বাচনে মুম্বাই উত্তর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হন ঊর্মিলা। সেখানে অবশ্য হেরে গিয়েছিলেন তিনি। সেসময় এই কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী গোকুলনাথ শেঠি। আর এই ঘটনার পরেই কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা দেন অভিনেত্রী। তিনি শিবসেনায় যোগ দেবেন বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এবার সেই জল্পনা সত্যি হলো। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মুম্বাই পুলিশ ও মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সরব ছিলেন কঙ্গনা। বৃহন্মুম্বই পুরসভা অবৈধ নির্মাণের অভিযোগে এই অভিনেত্রীর অফিস গুঁড়িয়ে দেওয়ার পর থেকে দু’পক্ষের ব্যাপক লড়াই হয়েছে। মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন কঙ্গনা। এদিকে পাল্টা তার সমালোচনা করেন ঊর্মিলা। এরপর তাকে ‘সফট পর্ন অভিনেত্রী’ বলে কটাক্ষ করেন কঙ্গনা।

Share.