বুধবার, জানুয়ারী ২২

কবিতা : নারী দিবস

0

কবিতা : নারী দিবস

লেখক: দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ

হয়কি লিখন,অমন করে,

দিন গেলোই চলি,

মা, বোনদের মিলন ক্ষনে,

নাইবা কথা বলি,

আজকে হেতা এই দিবসে,

গাইছে মধুর গান, নারী শ্রেষ্ঠ, অবলা নহে,

ক্ষমতাসীন নারী প্রধান,

সম অধিকার, নারী,

পুরুষের, নেই কোথা ভেদাভেদ,

একদিনই নয়, নিত্যকার হোক,

কিসের তরেই বিবাদ,

প্রতিবাদী হও, ঐক্য গড়ো,

জেগেছে সকল নারী,

শুভেচ্ছা অফুরান,

প্রিয় সুধীজন, করো নাকো বাড়াবাড়ি,

নির্মুল করো, পাষণ্ড, নরাধম,

ধর্ষক, লুইচ্চা, খুনী,

নারী দিবস, মুখোরিত হোক,

কন্যা, জায়া, জননী…..

 

Share.