সালাহ ও সাদিও মানের গোলে ঘুরে দাঁড়ালো লিভারপুল

0

স্পোর্টস ডেস্ক: শেষ চার ম্যাচের তিনটিতে হার নিয়ে অ্যানফিল্ডে বোর্নমাউথের মুখোমুখি হয় লিভারপুল। ঘরের মাঠে আগে গোলও হজম করে। তবে মোহামেদ সালাহ ও সাদিও মানের গোলে ঘুরে দাঁড়ালো লিভারপুল। অ্যানফিল্ডে ২-১ ব্যবধানের জয় পেলো ইয়ুর্গেন ক্লপের দল। এ জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ২৫ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে থাকলো লিভারপুল। ‘অলরেড’ খ্যাত দলটির আর তিনটি ম্যাচের অপেক্ষা। বাকী ৯ ম্যাচের মধ্যে ৩ টিতে জিতলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে দলটি। আক্ষেপ ঘুচবে ৩০ বছরের অপেক্ষার। শনিবার রাতে অ্যানফিল্ডে ম্যাচের ৯ মিনিটে অবনমন অঞ্চলে থাকা বোর্নমাউথকে এগিয়ে নেন ইংলিশ ফরোয়ার্ড কালাম উইলসন। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি দলটি। ২৫ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। সাদিওর পাস থেকে জালে লক্ষ্যভেদ করেন সালাহ। চলতি মৌসুমে মিশরিয় ফরোয়ার্ডের এটি ১৬তম গোল। প্রথম গোলে অ্যাসিস্ট করা মানে লিভারপুলকে এগিয়ে দেন ৮ মিনিট পরেই। ভার্জিল ভন ডাইকের পাস থেকে বল পেয়ে ৩৩ মিনিটে জয়সূচক গোল করেন মানে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এটি সেনেগালের তারকার ১৪তম গোল। তবে পিছিয়ে পড়েও মনোবল হারায়নি বোর্নমাউথ। ৬২ মিনিটে পাল্টা আক্রমণে ভীতি ছড়ায় দলটি। তবে লিভারপুল মিডফিল্ডার জেমস মিলনার গোললাইন থেকে বল ফেরানোয় সমতা ফেরেনি ম্যাচে। ম্যাচের ৭৫ মিনিটে প্রায় এগিয়ে গিয়েছিল লিভারপুল। কিন্তু এই সেনেগাল ফরোয়ার্ডের দূরপাল্লার শট ক্রসবার কাঁপালে বাড়েনি ব্যবধান। ২৯ ম্যাচে ২৭ জয় ও একটি করে ড্র ও হারে ৮২ পয়েন্ট লিভারপুলের। দুই ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৭। ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি।

Share.