কবে কখন ভারত-ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

0

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ভারত। এবার সীমিত ওভারের ক্রিকেটে তাদের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজিত হবে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।ক্রিকবাজের খবরে জানা গেছে, পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচই হবে রাতে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ওয়ানডে ম্যাচগুলো হবে ডে-নাইট। শুরু হবে দুপুর ২টায়। টি-টোয়েন্টি সিরিজে দর্শকদের স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হলেও ওয়ানডে ম্যাচগুলো হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে।

ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি :

১২ মার্চ : প্রথম টি-টোয়েন্টি (আহমেদাবাদ, সন্ধ্যা ৭.৩০)।

১৪ মার্চ : দ্বিতীয় টি-টোয়েন্টি (আহমেদাবাদ, সন্ধ্যা ৭.৩০)।

১৬ মার্চ : তৃতীয় টি-টোয়েন্টি (আহমেদাবাদ, সন্ধ্যা ৭.৩০)।

১৮ মার্চ : চতুর্থ টি-টোয়েন্টি (আহমেদাবাদ, সন্ধ্যা ৭.৩০)।

২০ মার্চ : পঞ্চম টি-২০ (আমদাবাদ, সন্ধ্যা ৭.৩০)।

ওয়ানডে সিরিজের সূচি:

২৩ মার্চ : প্রথম ওয়ানডে (পুণে, দুপুর ২টা)।

২৬ মার্চ : দ্বিতীয় ওয়ানডে (পুণে, দুপুর ২টা)।

২৮ মার্চ : তৃতীয় ওয়ানডে (পুণে, দুপুর ২টা)।

Share.