করােনাকালীন সময়ে জাককানইবি’র হলের সিট ভাড়া মওকুফসহ ৩ দাবি

0

বাংলাদেশ থেকে ময়মনসিংহ জেলা প্রতিনিধি: করোনাকালীন সময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হলের সিট ভাড়া ও চলমান সেমিস্টার ফি মওকুফ এবং স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগ। রোববার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের কাছে এ তিন দাবিতে স্মারকলিপি তুলে দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৈশ্বিক মহামারী করােনার কারণে দীর্ঘ ছুটিতে অনেক শিক্ষার্থী আর্থিকভাবে, চিকিৎসাজনিত ও অনলাইন ক্লাস সংক্রান্ত সমস্যায় দিনাতিপাত করছে। এ সময়ে সহপাঠ কার্যক্রম পরিচালনা সম্ভবপর না হওয়ায় এবছর হলের সিট ভাড়া ও চলমান সেমিস্টার ফি গ্রহণ কোনভাবেই যৌক্তিক নয়। এতে আরও বলা হয়, করােনার কারণে প্রতিটি বিভাগের স্নাতক (শেষবর্ষ ২য় সেমিস্টার) ও স্নাতকোত্তর (২য় সেমিস্টার) পর্যায়ের নির্ধারিত সিলেবাস সম্পন্ন হলেও চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়ে আছে। এ অবস্থায় চলতি শিক্ষাবর্ষে উন্নয়ন ফি সম্পূর্ণ প্রত্যাহার, আবাসিক সিট ভাড়া মওকুফ এবং স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষাগুলো নেয়ার দাবি জানানো হয়।

Share.