নবীগঞ্জে ২ জন ভূয়া ডাক্তারকে জেল জরিমানা

0
বাংলাদেশ থেকে নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি: নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন ১ জন ভূয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা ও আরেকজনকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১ জনকে ৩ মাসের আরেক জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।রবিবার দুপুরে নবীগঞ্জ শেরপুর রোডে ও রসুলগঞ্জ বাজারে তাদের নিজস্ব চেম্বার থেকে অভিযান পরিচালনা করে আটক করা হয়।জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন অভিযান পরিচালনা করেন। এসময় সহযোগিতা করেন,নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ,নবীগঞ্জ থানার এস আই সম্রাট সহ একদল পুলিশ।ভূয়া ডাক্তারগন হলেন জয়নগর গ্রামের প্রেমানন্দ নাথের পুত্র কাজল নাথ (৫৫) ও সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত গ্রুপেশ চন্দ্র দত্তর পুত্র অলক দত্ত (৫৫)। ভূয়া ডাক্তারগন দীর্ঘ দিন যাবত নিজেদের এম বি বি এস ও অলক দত্ত নিজেকে ডিগ্রীধারী ডাক্তার দাবি করে নিজে চেম্বার খুলে মানুষের সাথে প্রতারণা করে আসছেন। এ নিয়ে অনেকবার উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় আলোচনা হয়ছে। রবিবার ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে কাজল নাথকে ৫০ হাজার টাকা ও ৩ মাসের কারাদণ্ড ও অলক দওকে ৬ মাসের জেল ও ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে চেম্বার থেকে আটক করা হয়। এসময় সে তারা ডাক্তারীর কোন সনদপত্র দেখাতে না পারায় তাদেরকে জেল জরিমানা করা হয়েছে।
Share.