ডেস্ক রিপোর্ট: তানজানিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রী উম্মি মোয়ালিমুর দেওয়া বিবৃতিকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়াতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৯ জন। এরইমধ্যে একজনের মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী উম্মি মোয়ালিমু। এক বিবৃতিতে তিনি জানান, মৃত ব্যক্তির (পুরুষ) বয়স ৪৯ বছর। রাজধানী দার এস সালামের ম্লোগানজিলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শরীরে অন্যান্য স্বাস্থ্যগত জটিলতাও ছিল তার। মৃত ব্যক্তির একজন পারিবারিক মুখপাত্র দ্য ইস্ট আফ্রিকানকে বলেছেন, মঙ্গলবার রাতে একান্ত ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তিনি জানিয়েছেন করোনায় মৃত্যু হওয়ার কারণে সরকারি কর্তৃপক্ষের উপস্থিতিতে খুব কম মানুষের উপস্থিতিতে দাফন সম্পন্ন হবে। ‘পরিবারের পক্ষ থেকে আমরা কোনও শেষকৃত্য করছি না যেন করোনা আরও ছড়িয়ে পড়তে না পারে।’ বলেন তিনি।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তানজানিয়াতে প্রথম মৃত্যু
0
Share.