করোনাক্রান্ত ট্রাম্পের আরোগ্য কামনা করলেন ‘বাবা’ শেওয়াগ

0

ডেস্ক রিপোর্ট: করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, চিকিৎসার জন্য ট্রাম্পকে মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোভিডের মৃদু উপসর্গ থাকার জন্যই চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এই খবরের পর বিশ্বজুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আর ট্রাম্পের কোভিড পজিটিভ হওয়ার কথা সামনে আসতেই অনেকে আবার মিমও বানাতে শুরু করেছেন। কারণ অবশ্যই করোনা নিয়ে ট্রাম্পের উদাসীন মনোভাব। এই পরিস্থিতিতে ট্রাম্পকে নিয়ে মজা করে টুইট করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় বীরেন্দ্র শেওয়াগ। শুধু খেলাধুলা নয়, এর বাইরে রাজনীতি, বিদেশের খবর–সবকিছু নিয়েই ওয়াকিবহাল তিনি। সেই প্রসঙ্গে টুইটও করেন। আবার অনেক সময় সেলব্রিটি বা বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে মজা করে টুইট করে থাকেন। ঠিক এবার যেমন করলেন ট্রাম্পকে উদ্দেশ্য করে। সাধু বেশে নিজেরই একটি ছবি পোস্ট করে বীরু লেখেন, ‘‌ট্রাম্পকে ‌কোভিডের মোকাবিলা করার জন্য বাবা শেওয়াগের আশীর্বাদ। গো করোনা গো করোনা গো।’‌বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট টুইট করে জানিয়েছিলেন, তার শীর্ষ উপদেষ্টা হোপ হিকস করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই ডোনাল্ড ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোম কোয়ারেন্টাইনে যাওয়ার পাশাপাশি নমুনাও পরীক্ষা করান। শুক্রবার জানা যায়, তাদের দুজনের নমুনা পরীক্ষার ফলাফলই পজিটিভ এসেছে। হোয়াইট হাউস সূত্রে খবর, গত মঙ্গলবার নির্বাচনী বিতর্কসভায় অংশ নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওহাইয়ো গিয়েছিলেন হোপ হিকস। তারপর থেকে তার সঙ্গেই ছিলেন।বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছিল। শুক্রবার তার ফলাফল পজিটিভ আসে। আর সন্ধ্যায় ট্রাম্প ভর্তি হন হাসপাতালে।

Share.