গভীর রাতে বাড়ী ঘর উচ্ছেদের চেষ্টায় মারপিটে এক যুবক আহত

0
বাংলাদেশ থেকে দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় জায়গা জমি কেন্দ্র করে গভীর রাতে  বাড়ী ঘর উচ্ছেদর চেষ্টা ও   মারপিটে ২নং পালসা ইউনিয়ন শালগ্রামের আব্দুল জব্বারের ছেলে মোঃ সানোয়ার (২৮) আহত হয়েছে ।দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শালগ্রামের ভুক্তভুগী মাসুদ রানা (৩০) ও তার ভাইদের কে মারধর করে বাড়ী ঘর উচ্ছেদ করে  অবৈধভাবে জমি দখল করার অভিযোগ করছে।   মাসুদ রানা বলেন, আমি ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নে শালগাও গ্রামে রাস্তা সংলগ্ন ২৪৭ নং দাগে ৬শতক জমি  ক্রয় করি (১২০০০০/-)টাকা দিয়ে।  আমরা জমিটি ভোগ দখল করে  জমিতে টিন সেটের বাড়ী করে পরিবার সহ বসবাস করে আসিতেছি । কিন্তু হঠাৎ করে আমার চাচা মজিবর  রহমান  (৭০)ও তার মকলেছুর রহমান  (৬২) আমার জমি দখল করার জন্য উঠেপড়ে লেগেছে। আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমাকে ধরে নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে  জোর করে এ সম্পত্তি দলিল করে নেয়ার কথাও তারা বলেছে।  আমার ভাগীনা সানোয়ারকে বেধর মারধরও করেছে এবং প্রতিনিয়ত জীবনে মারার হুমকি দিচ্ছে তারা। আমার চাচার  অত্যাচারে আমার এলাকা ছাড়ার উপক্রম হয়েছে। আমি আমার ও পরিবারের সকলের জীবনের নিরাপত্তা চাই। সাংবাদিকদের বলেন তিনি। মাসুদ রানার ভাগিনা সানোয়র বলেন,মামা বাড়ীতে না থাকায় আমি গতকাল ঐ বাড়ীতে ঘুমাই আচকা রাত আনুমানিক ১.০০টার সময় আনিছুর তার দলবল নিয়ে বাড়ীতে হামলা করে এবং আমাকে লাঠি  ও ধারালো অস্ত্রে  দিয়ে প্রানে মেরে ফেলার উদ্দেশ্যে এলোপাতাড়ী মেরে আমার কোমর ও বাম হাতের কনিয়াতে জখম করে মাটিতে ফেলে রাখে একপর্যায়ে প্রানে বাঁচার জন্য আমি চিৎকার দিই  আমার আত্যচিৎকারে মৃত সায়েদ আলীর ছেলে আঃ  খালেক সহ  আশপাশের লোকজন এসে আমাকে বাচায় এবং এলাকাবাসী এগিয়ে এলে তরা সুযোগবুঝে সটকে পড়ে। তারা এলাকার খুবই প্রভাবশালী এবং হিংস্র ।আমাদের জমি দখল করার জন্য আমার বাবা ও আমাকে বার বার হুমকি  দিয়ে আসিতেছে । আমার দুই চাচা ও তার দশ্যু বাহিনীর আনিসুর ও ইসতেহাক আমাকে বালুর মধ্যে মাথা চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং  ঘর তৈরির জন্য আনা ইট, বালু ও রড খালের মধ্যে ফেলে দিয়েছেন। মাসুদ রানার মা   বলেন, ভাসুর ও ভাসুরের দশ্যু বাহিনী  ষড়যন্ত্রমূলক আমাদের কে গ্রাম থেকে উচ্ছেদ করার জন্য  মামলা দিয়েছে। বাড়ি করার জন্য ক্রয় করা সাড়ে তিন লাখ টাকার মালামাল খালে ফেলে দিয়েছে। আনিসুর  ও তার ছেলে তাদের অত্যাচারে আমার ছেলে  বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছে। আমার ছেলে কে পেলে তাকে ধরে রেজিস্ট্রি অফিসে নিয়ে জমির দলিল করে নিবে বলছে। জমি দলিল করে না দিলে মেরে ফেলারও হুমকি দিয়েছে। আমরা শান্তিতে বসবাস করতে চাই। পরিবার নিয়ে শান্তিতে বসবাস করার দাবি জানান এ নারী।জমির মালিক ভুক্তভোগী আশরাফুল ইসলাম বলেন আমার নানার সম্পত্তি আমার মামা ও মামাতো ভাই জাল দলিল করে এই সম্পত্তি ভোগ দখল করে আসিতেছিল তাদের নিজেদের মধ্যেই সম্পর্কে অবনতির কারনে জাল দলিল বেরিয়ে আসলে আমরা জানতে পারি এবং তখন আমাদের অংশ আমাদের কে গ্রাম্য আদালত  শালিসের মাধ্যমে বের করে দেয় এবং আমরা দখল করে তাহা বিক্রি করে দেয়। ঘটনাটি মামলার  প্রক্রিয়াধীন রয়েছে।
Share.