করোনাভাইরাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে টর্নেডোর হানা

0

ডেস্ক রিপোর্ট:  করোনাভাইরাসের মহামারির মধ্যেই যুক্তরাষ্ট্রের দু’টি রাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। মিসিসিপি ও লুজিয়ানা রাজ্যে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টর্নেডোটি রাজ্য দু’টিতে আঘাত হানে। সিএনএন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, টর্নেডোয় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। রাজ্য দু’টিতে ঘরবাড়িসহ শতাধিক স্থাপনা ধংস হয়েছে। অনেক মানুষ পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। আশ্রয়কেন্দ্রে গাদাগাদি হয়ে থাকতে হচ্ছে বলে তারা করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ভয়ে ভীত। দমকলের এক কর্মকর্তা জানিয়েছেন, মিসিসিপির লরেন্স কাউন্টিতে দু’জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ওই অঞ্চলের বহু ঘরবাড়ি বিধস্ত হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। তবে বাকি মৃত্যুগুলোর বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। টর্নেডোর পর মিসিসিপির গভর্নর টেট রিভস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মিসিসিপির আরেক কাউন্টি কভিংটনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যাতেও সেখানে উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে দমকলকর্মীদের। মিসিসিপির দক্ষিণাঞ্চল দিয়ে প্রতি ঘণ্টায় ২০০ মাইল বেগে টর্নেডোটি ধংসযজ্ঞ চালাতে চালাতে গেছে। স্থানীয় সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চলের মিসিসিপি, আলাবামা, লুজিয়ানাসহ ২০টি রাজ্যের ওপর দিয়ে আরেকটি টর্নেডো বয়ে যেতে পারে। এসব অঞ্চলে প্রায় সাড়ে ৯ কোটি মানুষের বসবাস। রোববারের টর্নেডোয় লুজিয়ানার উত্তর-মধ্যাঞ্চলের শহর মনরোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের মেয়র জেমি মায়ো জানিয়েছেন, দুই থেকে তিনশ’ বাড়ি বিধস্ত হয়েছে। অনেকে আহত হলেও কেউ নিহত হননি।

Share.