করোনাযোদ্ধা ৪ ডাক্তারকে স্বর্ণপদক দিলেন চীনের প্রেসিডেন্ট

0

ডেস্ক রিপোর্ট:  চীনের রাজধানী বেইজিংয়ে বাণিজ্য মেলা শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর থেকে। সেখানে করোনা ভ্যাকসিনের প্রদর্শনী চলছে। পাশাপাশি গতকাল মঙ্গলবার সকালে বেইজিংয়ের গণমহাভবনে জাঁকজমকপূর্ণভাবে সংক্রমণ ঠেকানোর পিছনে মূল ভূমিকা পালনকারী দেশের চার ডাক্তারকে স্বর্ণপদক দিয়ে সম্মাননা জানিয়েছেন চীনের প্রসিডেন্ট শি জিনপিং। পুরস্কার প্রদান অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট বলেন, করোনাভাইরাস মহামারি দক্ষতার সঙ্গে রুখে দেওয়া হয়েছে। সংক্রমণ ঠেকাতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন দেশের ডাক্তার, বিজ্ঞানী, স্বাস্থ্যকর্মীরা। বিশ্বব্যাপী স্বাস্থ্য বিপর্যয়ের মোকাবিলা করতে চীনের ভূমিকা ব্যতিক্রমী। প্রেসিডেন্ট বলেন, মহামারির বিরুদ্ধে এ লড়াইয়ে চীনের মানুষ ও বিভিন্ন জাতি সাহসী চেতনায় জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। চীন একযোগে কাজ করেছে, বিজ্ঞানকে সম্মান দেখিয়েছে এবং অভিন্ন ভাগ্যের কমিউনিটি প্রতিষ্ঠার ক্ষেত্রে মহামারি প্রতিরোধের মহান চেতনা সৃষ্টি করেছে। তিনি বলেন, এই মহান চেতনা গোটা সমাজে পালন করা এবং একে সমাজতান্ত্রিক আধুনিক দেশ নির্মাণ ও চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নের শক্তিতে পরিণত করা উচিত।

Share.