করোনার ওষুধ উৎপাদন করছে ইরান

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সফল চিকিৎসায় চীনে ব্যবহৃত একটি ওষুধ শিগগিরই উৎপাদন করতে যাচ্ছে ইরান।  সে দেশের সংবাদমাধ্যম পার্সটুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ২০ হাজার ৬১০ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে সাত হাজার ৬৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৫৬ জনের। এমন পরিস্থিতিতে ইরানের নিজস্ব উদ্যোগে ওষুধ তৈরি হচ্ছে বলে দাবি করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা আলী রাজ্জাজান বলেছেন, ওষুধটির কাঁচামাল এরইমধ্যে ইরানে এসে পৌঁছেছে। এগুলো কাস্টমস বিভাগ থেকে ছাড়িয়ে আনার পর দুই দিনেরও কম সময়ের মধ্যে ওষুধটির উৎপাদন শুরু করবে তেহরান। চীনে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওষুধটির সাফল্য তুলে ধরে রাজ্জাজান বলেন, এটি ভাইরাস বিরোধী একটি স্বতন্ত্র ওষুধ এবং ইরানে করোনার চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য ওষুধের পাশাপাশি ব্যবহার করা হবে।

Share.