করোনার পঞ্চম ঢেউয়ের শঙ্কায় ইরান

0

ডেস্ক রিপোর্ট: করোনার ডেল্টা ধরনের কারণে মহামারির চতুর্থ ঢেউয়ের আঘাত হানার আশঙ্কা করছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।শনিবার (৩ জুলাই) ভাইরাস প্রতিরোধের টাস্কফোর্সের সঙ্গে এক বৈঠকে তিনি আরও বলেন, এটি খুবই আতঙ্কের বিষয় যে দেশজুড়ে সম্ভবত করোনার পঞ্চম ঢেউ আসছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ডেল্টা ধরন ছড়িয়ে পড়তে পারে, সেক্ষেত্রে জনসাধারণকে সচেতন থাকতে হবে।মহামারি শুরু হওয়ার পর ইরানে এ পর্যন্ত ৩২ লাখ ৩২ হাজার ৬৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৮৪ হাজার ৫১৬ জন। এ ছাড়া ২৯ লাখ দুই হাজার ১৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।এদিকে এশিয়ার দেশগুলোতে গত এক সপ্তাহ ধরে দাপিয়ে বেড়াচ্ছে করোনার অতি সংক্রামক ডেল্টা ধরনটি। সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে গেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াতেও।পরিস্থিতি সামাল দিতে অনেক দেশেই বিধিনিষেধের কড়াকড়ি আরোপসহ টিকাদান কর্মসূচির গতি বাড়ানো হয়েছে।গত বছর ডিসেম্বরে ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ধরনটি এরই মধ্যে বিশ্বের ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে। এ ধরনটি দ্রুতই করোনাভাইরাসের অন্যান্য ধরনের চেয়ে বেশি দাপুটে হয়ে উঠবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।শুক্রবার অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে দৈনিক সংক্রমণের হার এ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওই রাজ্যে শনাক্ত রোগীর বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে, যাদের বেশির ভাগই ‘ডেল্টা’ ধরনে সংক্রমিত।

Share.