করোনার প্রভাব বিপর্যস্ত কাশ্মীরের পর্যটন শিল্প

0

ডেস্ক রিপোর্ট: করোনার প্রভাব পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন শিল্পে। এরইমধ্যে হাজারো মানুষ বেকার হয়ে ঘুরছে পর্যটন নির্ভর কেন্দ্র শাসিত অঞ্চলটিতে। কাজ না থাকায় জীবনযাপন কঠিন হয়ে পড়েছে সংশ্লিষ্টখাতের মানুষদের।ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বছরের যে সময়টায় পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি থাকত, গত দু’বছর ধরে তা নেই বললেই চলে। মহামারি করোনার কারণে নেই পর্যটক, তাই সবকিছুতেই যেন এক ধরনের শূন্যতা।মাঝি আবদুল গাফফার নামে এক ব্যক্তি জানান, গত বছরের মার্চে যখন ভারতে প্রথম করোনার সংক্রমণ শুরু হলো তারপর থেকেই নৌকা বন্ধ। আয় বন্ধ হওয়ায় পরিবার নিয়ে পড়েছেন বিপাকে তিনি।আরেকজন বলেন, দেড় বছর হচ্ছে পর্যটক আসছে না। আমার সন্তানরা হতাশ হয়ে গেছে। আমি তাদের পড়াশোনার কোনো খরচ দিতে পারছি না।একই অবস্থা কাশ্মীরের হোটেল ব্যবসায়। করোনার কারণে পর্যটক না আসায় হোটেল মালিকরা চিন্তায় পড়ে গেছেন নিজেদের ভবিষ্যৎ নিয়ে।পর্যটন খাত হচ্ছে কাশ্মীরের মূল আকর্ষণ। প্রতিবছর অন্তত ১০ লাখ পর্যটকের আগমণ ঘটে অঞ্চলটিতে। আর এই খাতটির সঙ্গে জড়িত প্রায় সাড়ে ৪ লাখ মানুষ। বেকার হয়ে পড়ায় অসহায় জীবনযাপন করছেন তারা।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৩৮২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ১১ হাজার ৪২১ জনের।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৬ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১২ হাজার ৬৯ জন মানুষ এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪৬০ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৯৯ হাজার ১৫০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৮৫ লাখ ৯ হাজার ৮৪৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ১১ লাখ ৭৬ জন।

Share.