করোনার ভারতে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট

0

ডেস্ক রিপোর্ট: করোনার ওমিক্রন স্ট্রেনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ ২.৭৫ এর সন্ধান পাওয়া গেছে ভারতে। বুধবার (৬ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস  সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, করোনার এই ভ্যারিয়েন্ট ভারত ছাড়া আরও ১০টি দেশে পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন স্ট্রেনের গতিপ্রকৃতির উপর তীক্ষ্ণ নজর রেখেছে। কিন্তু বিএ আগের ভ্যারিয়েন্টগুলির থেকে বেশি সংক্রামক কি না তা এখনও বলা সম্ভব নয়। বুধবারের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পৃথিবীর প্রায় প্রতিটি দেশ থেকেই করোনা সংক্রমণ বৃদ্ধির খবর আসছে। গত দুই সপ্তাহে সংক্রমণ বেড়েছে প্রায় ৩০ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ৬টি অঞ্চলের মধ্যে ৪টি অঞ্চল থেকেই সংক্রমণ বৃদ্ধির খবর এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক কালে যে সংক্রমণ বৃদ্ধির ঘটনা ঘটছে তার জন্য দায়ী ওমিক্রনের এই সাব-ভ্যরিয়েন্ট বিএ ২.৭৫। কিন্তু আমেরিকা ও ইউরোপে বিএ.৪ ও বিএ .৫ ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়ছে। ওমিক্রম সাব-ভ্যারিয়েন্টের তীব্রতা কতটা সেই বিষয়ে চিকিৎসক ও বিজ্ঞানীরা কিছ বলতে পারেননি। তাদের মতে এই ভ্যারিয়েন্টকে আরও বেশি পর্যবেক্ষণ করা প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মনে করেন, পৃথিবী জুড়েই কোভিডের ব্যাপারে একটি শৈথিল্য লক্ষ্য করা গেছে। বুস্টার ডোজের প্রতি অনিহা, পরীক্ষা না করানো ও কোভিড চিকিৎসায় ঢিলেঢালা মনোভাবের কারণেই সাম্প্রতিক কালে কোভিড বাড়ছে। বৃহস্পতিবার (৭ জুন)  ভারতের স্বাস্থ্য দফতর জানিয়েছে, দেশটিতে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮,০০০ হাজার। ওই দিন কোভিডে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। চলতি সপ্তাহে ভারতে ইতিমধ্যেই ৬৪,০০০ হাজারেরও বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন।

Share.