করোনার সংক্রমণ রোধে মাস্ক ও সামাজিক দূরত্ব কার্যকরের আহ্বান

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুনরায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব সঠিকভাবে কার্যকরের জন্য আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ড. টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস। সংস্থাটির সাপ্তাহিক এক বক্তব্যে টেড্রোস বলেন, ‘করোনা ভাইরাস অবাধে ঘোরাফেরা করছে। আর অনেক দেশ কার্যকরভাবে ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করছে না।’ গত ৪ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বিশ্বে নতুনভাবে পাঁচ লক্ষ সত্তর হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আগের সপ্তাহ থেকে ওই সপ্তাহে করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ। তবে আশার খবর হলো গত বছরের গ্রীষ্মের তুলনায় চলতি বছরের গ্রীষ্মে করোনায় মৃতের সংখ্যা ৫ গুণ কম। করোনা ভাইরাসের টিকা দেওয়ার পর বিশ্বের বহু দেশে মাস্ক পরার উপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। যদিও চীন এবং দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশে এখনও জনসমাগমে মাস্ক পরার বিধিনিষেধ রয়েছে।

Share.