করোনায় আক্রান্ত জাফরুল্লাহর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো

0

ঢাকা অফিস: করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকছে না। তবে শুক্রবার অবস্থার অবনতি হলেও শনিবার পরিস্থিতি কিছুটা ভালো আছে বলে জানা গেছে। সকাল থেকে অক্সিজেন নিতে হয়নি বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ । প্রবীণ এই চিকিৎসককে প্লাজমা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। করোনায় আক্রান্ত হয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার স্ত্রী ও ছেলেও করোনায় আক্রান্ত। তবে তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন জাফরুল্লাহ চৌধুরী। সপ্তাহে একাধিকবার তার ডায়ালাইসিস করতে হয়। মো. ফরহাদ বলেন, ‘শুক্ররার রাতে ডায়লাইসিস হয়েছে। একটা প্লাজমা নিয়েছেন। এর আগেও দুবার তাকে প্লাজমা দেয়া হয়েছিল। এখন একটু ভালোর দিকে। সকালে উঠে ফ্রেশ হয়ে নাশতা করেছেন।’ জানা গেছে, জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে ইনফেকশন আছে। কিছুটি নিউমোনিয়ার লক্ষণ আছে। সকাল থেকে জাফরুল্লাহ চৌধুরীর অক্সিজেন লাগেনি জানিয়ে ফরহাদ বলেন, ‘এই মুহূর্তে অক্সিজেন লাগছে না, জানি না আল্লাহ কতক্ষণ ঠিক রাখে।’ গণস্বাস্থ্য কেন্দ্র-উদ্ভাবিত করোনা শনাক্তে র‌্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষায় গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরীর পিজিটিভ রেজাল্ট আসে। পরে বিএসএমএমইউর পরীক্ষায়ও ২৮ মে তাঁর করোনা পজিটিভ আসে। ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক মামুন মুস্তাফি, অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

Share.