দেশে করোনায় আরও ৬৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬০২৮

0

ঢাকা অফিস: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয় হাজার ৮৯১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ছয় হাজার ২৮ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট ছয় লাখ ৯৭ হাজার ৯৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে চার হাজার ৮৫৩ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন করোনা থেকে সুস্থ হলো।আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫৫টি ল্যাবে ৩২ হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ৩৩ হাজার ৬১৮টি। করোনা শনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ। সুস্থতার হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ।২৪ ঘণ্টায় নতুন ৬৯ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ২৬ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৩৭৬ জন ও নারী দুই হাজার ৫১৫ জন।এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২০ জন ও ষাটোর্ধ্ব ৩৯ জন রয়েছেন।২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৪১ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের তিনজন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের দুইজন,  রংপুর বিভাগের তিনজন ও ময়মনসিংহ বিভাগের একজন। হাসপাতালে ৬৩ জন ও বাড়িতে পাঁচজন মারা গেছে। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

Share.