ঢাক অফিস: কোলে একমাস বয়সী শিশু, অফিস করছেন মা। এক হাতে টেলিফোন, অন্য হাতে জড়িয়ে রেখেছেন শিশুটিকে। অফিসের বড় কর্তা তিনি। তার সম্মতির জন্য আটকে থাকে অনেক কাজ, নিজের চোখে দেখে সিদ্ধান্ত নিতে হয় তাকে। সে জন্য তার অফিসে নিয়মিতই আসা চাই। অথচ অফিস তাকে মাতৃত্বকালীন ছুটি দিয়েছে। কিন্তু করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় ন্যায্য ছুটি কাটাচ্ছেন না তিনি। দায়িত্বশীল এই নারীর নাম সৃজনা গুমাল্লা। ২০১৩ ব্যাচের আইএএস অফিসার। ভিশাখাপট্টমের মিউনিসিপ্যাল বডির প্রধান তিনি। প্রাপ্য ছুটি কেন কাটাচ্ছেন না? -এমন প্রশ্ন করা হলে বলেন, ‘এখন ছুটি কাটানোর সময় নয়, আমাদের করোনাভাইরাসের মতো ভয়াবহ মহামারির বিরুদ্ধে লড়তে হচ্ছে।’একমাসের শিশুকোলে তার অফিস করার ছবিটি সোশাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। প্রশংসায় অভিষিক্ত হচ্ছেন মা ও শিশু। বৃহত্তর বিশাখাপত্তম মিউনিসিপ্যল করপোরেশনের কমিশনার সৃজনা বলেন, ‘এটা তো আমার দায়িত্ব। আমরা সারাদেশে মহামারি মোকাবিলার চেষ্টা করছি। সবাই চাইছি এই সঙ্কট থেকে মুক্তি উদ্ধার পেতে। একজন মানুষ হিসেবে আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা করছি।’ ভারতে মাতৃত্বকালীন ছয় মাস। কিন্তু সৃজনা গুমাল্লা তার প্রাপ্য ছুটি না কাটিয়ে শিশু সন্তানকে বুকে বেঁধেই এই ক্রান্তিকালে তার দায়িত্ব পালন করে চলেছেন চাকরির দৃষ্টিকোণ থেকে নয়, মানবিক বোধ থেকে। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত তার দায়িত্ববোধ ও মানবিক মনোভাবে প্রশংসা করেছেন। নিজের টুইটারে সৃজনী গুমাল্লার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘করোনার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমাদের লড়াইয়ে আপনার মতো সহযোদ্ধা পেয়ে গর্ববোধ করছি আমরা। আর আমাদের দেশ সত্যিই সৌভাগ্যবান।’ নিজের পোস্টে সৃজনা ও তার একমাস বয়সী ছবিও ব্যবহার করেন মন্ত্রী।অন্ধ্রপ্রদেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ৪২৭ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছে ৭ জন। পুরো ভারতে মারা গেছে ৩০৮ জন। আক্রান্তের সংখ্যা ৯ হাজার।
করোনায় একমাসের শিশু কোলে অফিস করছেন মা
0
Share.