করোনায় নাস্তানাবুদ ভারত, লক্ষাধিক সংক্রমণে নতুন রেকর্ড

0

ডেস্ক রিপোর্ট:  করোনার দ্বিতীয় ঢেউয়ে নাস্তানাবুদ প্রতিবেশি দেশ ভারত। প্রথম ঢেউয়ের চেয়ে করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করেছে দেশটিতে। সেখানে দৈনিক সংক্রমণের সংখ্যা এখন লক্ষাধিক।ভারতীয় সংবাদদমাধ্যমের খবর অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন। এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এর আগে গত বছর ১৭ সেপ্টেম্বর দেশের দৈনিক সংক্রমণ ছিল সর্বোচ্চ ৯৭ হাজার ৮৯৪। তার পর থেকে তা কমতে শুরু করে। ক্রমে কমতে কমতে তা ১০ হাজারের নীচে নেমেছিল। এর কিছু দিনের মধ্যেই দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। যার জেরে দৈনিক সংক্রমণ এখন লক্ষাধিকে গিয়ে ঠেকেছে।জানা গেছে, দৈনিক সংক্রমণের সিংহভাগই ৯-১০টি রাজ্য থেকে। আরও ৫-৬টি রাজ্যের পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। তবে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৪ জন। করোনাকালে এক রাজ্যেই এত সংক্রমণ এই প্রথম। 

Share.