করোনায় মেক্সিকোয় একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোয় একদিনে ২৫৭ জন করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের মৃত্যু হয়েছে। দেশটির করোনা মহামারির ইতিহাসে একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৯৮২ জন। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুসারে, বৃহস্পতিবার পর্যন্ত মেক্সিকোয় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২ হাজার ৯৬১ জন। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ২৯ হাজার ৬১৬ জন। তবে দেশটির সরকার জানিয়েছে, আক্রান্তের প্রকৃত সংখ্যা আরো কয়েক গুণ বেশি। আগামী রোববার মেক্সিকোয় মা দিবস উদযাপিত হওয়ার কথা রয়েছে।এটি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবসগুলোর একটি। এদিন সাধারণত অনেক মানুষ একসঙ্গে জড়ো হয়। জমায়েত এড়াতে মেক্সিকান সরকারি কর্মকর্তারা জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সাধারণত যেসব জায়গায় জমায়েত বেশি হয় সেগুলো বন্ধ করে দিয়েছে। এমনকি দিবসটি উদযাপনের দিন পিছিয়ে নেয়ার পরামর্শও দিয়েছেন কেউ কেউ।

Share.