করোনা উপসর্গে রাজশাহীতে আরও দুজনের মৃত্যু

0

ঢাকা অফিস: রাজশাহীতে গেল ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ জন। আক্রান্তের হার ১৪ দশমিক ১৫ শতাংশ। মৃত ব্যক্তিদের মধ্যে একজন করোনা পজেটিভ ও অপরজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত ব্যক্তিদের বাড়ি রাজশাহী ও নাটোর জেলায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে ৩১৮জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৪৫ জন। নতুন করে ভর্তি হয়েছেন তিনজন। সুস্থ হয়েছেন ছয়জন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউসহ ১৪৬ বেডের করোনা ইউনিটে ভর্তি আছে ৪৯ জন। এই ৪৯ জনের মধ্য ৩৬জন করোনা পজেটিভ। আটজনের করোনা উপসর্গ রয়েছে এবং পাঁচজন করোনা নেগেটিভ হওয়ার পর অন্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি আছেন।

 

Share.